Kode Iklan atau kode lainnya

চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযােগে ঘেরাও প্রধান শিক্ষক

 

নিউজ ডেস্ক: এবার এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযােগে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযােগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

শ্লীলতাহানির শিকার হওয়া ওই ছাত্রীর মা বলেন, “আজ রেজাল্ট দেওয়া হবে বলে ছাত্রছাত্রীদের স্কুল থেকে ডেকে পাঠানাে হয়েছিল। রেজাল্ট নিয়ে স্কুল থেকে ফিরে এসে মেয়ে আমাকে ভয়ে ভয়ে জানায়, স্কুলের প্রধান শিক্ষক ওর শরীরে হাত দিয়ে খারাপ ব্যবহার করেছে।'

এদিন এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্কুলে গিয়ে ওই প্রধান শিক্ষককে আটক করে বিক্ষোভ দেখান। তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযােগ। 

গ্রামের এক বাসিন্দা বলেন, “আমরা এরকম শিক্ষককে চাই। এই স্কুল থেকে বদলি করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হােক।'

উত্তর দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, এই অভিযােগকে গুরুত্ব দিয়ে দেখছি। যদিও এমন অভিযােগ অনেক ক্ষেত্রেই পরে মিথ্যা প্রমাণিত হয়েছে।

close