Kode Iklan atau kode lainnya

আমি স্কুল-কলেজ বন্ধের কথা বলিনি, এখনই সব বন্ধের দরকার নেই: মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: এখনই সব বন্ধের দরকার নেই, কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ওমিক্রন পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্যের করোনা পরিস্থিতির উপর আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনই স্কুল-কলেজ বন্ধের কথা বলিনি। রাজ্যের করোনা পরিস্থিতির উপর আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনওভাবেই উত্তেজনা ছড়াবেন না। ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রাখা আমাদের কাছে প্রাথমিকতা পাচ্ছে। পুরো পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে রিভিউ করছি। এখনই সব বন্ধ করার প্রয়োজন নেই।’

লকডাউন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গত দুই বছরে লকডাউন দেখেছি। অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এখনই লকডাউন করা হবে না। তবে প্রয়োজনে কনটেনমেন্ট জোন ফিরিয়ে আনা হবে।’

ওমিক্রন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ব্রিটেন থেকে আগতদের দেহে ওমিক্রন সংক্রমণ বেশি পাওয়া যাচ্ছে। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। নজর রাখা হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতির  উপর। তবে এই মুহূর্তে সবকিছু বন্ধ করার দরকার নেই।’

close