Kode Iklan atau kode lainnya

আরও একটি রাজ্যে পুরভোটে মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির, অধিকাংশ পুরসভা দখলে এগিয়ে গেল কংগ্রেস

নিউজ ডেস্ক: আরও একটি রাজ্যে খারাপ ফল হল বিজেপির। কর্নাটক পুরভোটে মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির! শাসকদলকে পিছনে ফেলে অধিকাংশ পুরসভা দখলে এগিয়ে গেল কংগ্রেস। 

রাজ্যের ৫৮টি পুরসভার মোট ১,১৮৪টি ওয়ার্ডের ভোটে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল কংগ্রেস। হাত শিবিরের দখলে ৪৯৮টি ওয়ার্ড। বিজেপি পেয়েছে ৪৩৭টি ওয়ার্ড, জেডিএস ৪৫ এবং অন্যরা ২০৪টি ওয়ার্ডে জয়লাভ করেছে।

শুধু পুরভোট নয়, শহর লাগোয়া পঞ্চায়েতগুলোতেও আসন পাওয়ার নিরীখে এগিয়ে কংগ্রেস। ৫৮৮টি পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস পেয়েছে ২৩৬টি, বিজেপির ঘরে গিয়েছে ১৯৬টি পঞ্চায়েত এবং অন্যরা পেয়েছে ১৪৭টি পঞ্চায়েত। একইভাবে ৪৪১টি পুরসভার মধ্যে কংগ্রেসের দখলে গিয়েছে ২০১টি, বিজেপির ঝুলিতে গিয়েছে ১৭৬টি আর জেডিএস পেয়েছে ১২টি পুরসভা।

ভোট শতাংশের নিরীখেও অনেকটাই এগিয়ে বিরোধী দল কংগ্রেস। অধিকাংশ পুরসভা দখলে ৪২.০৮% ভোট পেয়ে  এগিয়ে কংগ্রেসই। জানা গিয়েছে, বিজেপি পেয়েছে ৩৬.৯০% ভোট, জেডিএস-র ঝুলিতে গিয়েছে ৩.৮% ভোট আর অন্যরা পেয়েছে ১৭.২২% ভোট।

রাজ্যজুড়ে চলা ইয়েদুরাপ্পা-বিরোধী হাওয়াকে বাগে আনতে সম্প্রতি কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। বিধানসভা ভোটের দুই বছর আগে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ইয়েদু ঘনিষ্ঠ বাসবরাজ বোম্মাইয়া। তাঁতেও যে কাজ হয়নি, তা ভোটের ফলে একপ্রকার নিশ্চিত।

close