Kode Iklan atau kode lainnya

''বেঙ্গল যা পারে গোয়া পারে না কেন! কেন গোয়ায় এত বেকার?’ প্রশ্ন মমতার

 

নিউজ ডেস্ক: বাংলা জয়ের পর তৃণমূলের এখন লক্ষ সর্বভারতীয় স্তরে নিজেদের সংগঠন শক্তিশালী করা। পাখির লক্ষ্য এখন গোয়া এবং ত্রিপুরা জয়। বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে ভালো ফল করে চব্বিশের লোকসভা নির্বাচনে নিজেদের শক্তিশালী অবস্থান দেখাতে চায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গোয়ায় বুদ্ধিজীবীদের মাঝে বাংলার উন্নয়ন ফেরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

বাংলায় তাঁর সরকারের কাজের কথা এ দিন তুলে ধরেন মমতা (Mamata Banerjee) বলেন,''নির্বাচন ছাড়া ওরা কিছু বোঝে না। আমাদের রাজ্যে সব ফ্রি। কিডনি থেকে হার্ট ট্রান্সপ্লান্টের চিকিৎসা বিনামূল্যে হয়। স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো- সব ফ্রি। বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। হিন্দু-মুসলিম, শিখা-ক্রিষ্ট্রান বিভাজন করি না। দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্মার্টফোন দিই। স্থানীয় প্রায় ২ লক্ষ শিল্পী মাসে ১ হাজার পান। কেউ মারা গেলে বা বিবাহে সাহায্য করি। সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছি। ৫০০ টাকা পান সাধারণ মহিলারা। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে ১০০০ টাকা। গত মাসে ৫০ হাজার ফুটবল দিয়েছি। বেশ কয়েকটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলায়। ৪২ বিশ্ববিদ্যালয় আছে।''

এরপর গোয়ায় কর্মসংস্থানের প্রশ্নেও বিজেপিকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায়  ,''বেঙ্গল যা পারে গোয়া পারে না কেন! পর্যটনে শীর্ষে। তাহলে কেন গোয়ায় এত বেকার? কোথায় সরকারি নীতি, উদ্ভাবনী শক্তি? যুব সম্প্রদায় নিজের পায়ে দাঁড়াতে চায়। আমাদের সাহায্য করতে হবে।''

গোয়ায় তৃণমূল জোট করতে পারে বলে জল্পনা জিইয়ে তৃণমূল সুপ্রিমো জানান, ''এখানে কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছি। গোয়ার ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে। গোয়া ভবিষ্যতের স্বর্ণখনি। তাই ভাবলাম গোয়া থেকে শুরু করি। আমরা একসঙ্গে কাজ করব। আমি ঘনঘন আসব। আমাদের দীঘা আছে। আপনাদের গোয়া। আমাদের সমুদ্রতট আছে। আগে বলেছিলাম, দিঘাকে গোয়া করব। আপনারা ফুটবল পছন্দ করেন। আমরাও মাছ ভালোবাসি। কোথায় তফাৎ? বিষ ছড়াচ্ছে বিজেপি।'' 

বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগে সরব হয়ে তিনি আরও বলেন,''ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করি না। এই দেশ গণতন্ত্রের স্বর্ণখনি। জাভেদ আখতারের সিনেমাকে অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ উনি বিজেপি করেন না। আমি মানবতাকে ভালোবাসি। মানবতা মানুষের সঙ্গে মানুষকে পৃথক করে না। আমরা বিশ্বকে দেখাতে চাই, যে কেউ যেখানে ইচ্ছে যেতে পারে। সকলে নিজের পরিচয় নিয়ে যেন গর্বিত হতে পারে।''

close