Kode Iklan atau kode lainnya

সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ: অমিত শাহ

 অমিত শাহ নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক: ‘সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ’, এমনই দাবি করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি দফতরে মোদির 20 বছর পূর্তি উপলক্ষে বক্তব্যে রাখতে গিয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে প্রশংসা করলেন অমিত শাহ।

সংসদ টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, "সরকার ও বিরোধী উভয় ক্ষেত্রেই আমি মোদিজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি৷ মোদিজি মন্ত্রিসভাকে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে পরিচালিত করেন৷ নেতৃত্বদানের ক্ষমতাই হল তাঁর সবচেয়ে বড় গুণ৷ তিনি হলেন একজন অক্লান্ত শ্রোতা৷ কোনও বৈঠকে তিনি যেটুকু প্রয়োজন সেটুকুই বলেন, সবার কথা শোনেন এবং তারপর সিদ্ধান্ত নেন৷ ভাল পরামর্শ যিনি দিচ্ছেন তাঁকে নয়, ভাল পরামর্শগুলিকে বিশেষ গুরুত্ব দেন মোদিজি৷"

অমিত শাহ আরও বলেন, "মোদিজির জনজীবনকে তিনটি অধ্যায়ে ভাগ করা যায়৷ প্রথম অধ্যায়ে তাঁকে সংগঠনের সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ দ্বিতীয় অধ্যায়ে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷ আর তৃতীয় অধ্যায়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন৷ প্রতিটি অধ্যায়ই খুব চ্যালেঞ্জিং ৷ মোদিজি সফল ভাবে সংগঠনকে সংস্কার করেছেন৷ মুখ্যমন্ত্রী হয়ে নিদারুণ ধৈর্য্যের সঙ্গে প্রশাসনের সূক্ষ্মতাকে তিনি উপলব্ধি করেছেন৷ মানুষের জন্য সরকারের পরিকল্পনাও সফল ভাবে নিয়েছেন৷"

একই সঙ্গে অমিত শাহ বলেছেন, "গুজরাতে পরপর সরকারের দ্বারা অবহেলিত হয়েছে উপজাতিগুলি৷ কংগ্রেস তাঁদের ভোটব্যাঙ্কের জন্য ব্যবহার করেছে কিন্তু উন্নয়ন তাঁদের কাছে পৌঁছয়নি৷ 2003 সালের বাজেটে প্রথমবার মোদিজি উপজাতিদের কল্যাণে প্রকল্প আনেন এবং সংবিধান মেনে তাঁদের অধিকারের মর্যাদা দেন৷"

close