Kode Iklan atau kode lainnya

আসাম TET পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করা হল, জানুন বিস্তারিত

 

নিউজ ডেস্ক: আসাম TET পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করা হল। আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসাম টেট-2021 পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। অ্যাডমিট কার্ডে উল্লিখিত নির্ধারিত ভেনু এবং সময়সূচী অনুযায়ী পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে পরীক্ষার্থীদের।  

নীচে প্রদত্ত আসাম টেট অ্যাডমিট কার্ড লিঙ্কে তাদের অ্যাপ্লিকেশন নম্বর / ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে অ্যাডমিট ডাউনলোড করে নিন।

আসাম টিইটি পেপার 1 প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য পরিচালিত হবে। 150 নম্বরের 150টি MCQ প্রশ্ন থাকবে।

পেপার 2 উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হতে চাওয়া (ক্লাস Vl থেকে Vlll) প্রার্থীদের জন্য নেওয়া হবে। এখানেও 150 নম্বরের 150টি MCQ প্রশ্ন থাকবে।

পরীক্ষায় কোন নেগেটিভ মার্কিং থাকবে না। টেট পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য একজন প্রার্থীকে 150 এর মধ্যে 60% অর্থাৎ 90 নম্বর পেতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের 5% নম্বরে ছাড় দেওয়া হবে। সংরক্ষিত প্রার্থীদেরযোগ্যতা অর্জনের নম্বর 150 এর মধ্যে 83 অর্থাৎ 55 %হবে। প্রশ্নপত্রের মাধ্যম হবে অসমিয়া, বাংলা, বোডো, হিন্দি, ইংরেজি।

Assam TET Admit Card 2021 Download Link

close