Kode Iklan atau kode lainnya

প্রাথমিক শিক্ষকপদ চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

 

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষকপদ চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বছর অনলাইনের পাশাপাশি অফলাইনে আবেদন করা টেট উত্তীর্ণ ৪৬৭ জনকে স্কুটিনি, তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানাে হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

এই ৪৬৭ জনই ২০১৪ সালে টেট পাশ করেছেন এবং প্রশিক্ষিত। ২০২০ সালের ২৩ ডিসেম্বরের নিয়ােগ সংক্রান্ত নােটিসের ভিত্তিতেই তাঁদের ডাকা হয়েছে। তবে এ বছরের জানুয়ারি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা অনলাইনে আবেদন জমা করতে পারেননি। তাই তাঁদের অফলাইন আবেদনকে মান্যতা দিয়ে স্কুটিনির জন্য ডেকে পাঠানাে হয়েছে।

আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর এই চাকরি প্রার্থীদের স্কুটিনি, তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে। কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস শিক্ষা ভবনে এই প্রক্রিয়া হবে। প্রার্থীদের সমস্ত শংসাপত্রের আসল সহ ফটোকপি নিয়ে ওই দিন পর্ষদ অফিসে হাজির হতে হবে। 

close