Kode Iklan atau kode lainnya

এবার অবসরের বয়স ৬৫ বছর করার দাবি হোমিওপ্যাথি-আয়ুর্বেদ শিক্ষক চিকিৎসকরা

 

নিউজ ডেস্ক: এবার অবসরের বয়স বৃদ্ধির দাবি হোমিওপ্যাথি-আয়ুর্বেদে। অবসরের বয়স ৬৫ বছর করার দাবি তোলা হল। সরকারি ক্ষেত্রে নিয়োজিত অ্যালোপ্যাথিক শিক্ষক চিকিৎসকদের মতোই হোমিওপ্যাথি ও আয়ুর্বেদেও চাকরির অবসরের বয়স ৬৫ করা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের কাছে এই আর্জি জানালেন সরকারি হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের শিক্ষক চিকিৎসকরা। 

অবসরের বয়সের বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের ৩ আগস্টের এক রায়েরও উল্লেখ করা হয়েছে সেই দাবিপত্রে। সেই রায়ে আয়ুষ ডাক্তারদের  অবসরের বয়স অ্যালোপ্যাথিক ডাক্তারদের সমতুল করা উচিত বলে জানানো হয়েছে। মডার্ন মেডিসিন এবং আয়ুষ পদ্ধতির মধ্যে কোনও বৈষম্য থাকা উচিত নয় বলেও জানানো হয়েছে। 

একই সঙ্গে স্টেট অ্যাডমিনিস্ট্রিটিভ ট্রাইব্যুনালের দু’বছর আগের রায়, সরকারি হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজগুলিতে কম নিয়োগ এবং শিক্ষকের স্বল্পতার জন্য সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠন পিডিএ’র হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক শাখাও ওই একই দাবি জানিয়েছে।

close