Kode Iklan atau kode lainnya

বুথ জ্যামের অভিযোগ প্রিয়াঙ্কার, ফিরহাদ বললেন ‘নাচতে না জানলে উঠোন বাঁকা, উনি হারের অজুহাত খুঁজছেন'

নিউজ ডেস্ক: আজ ভবানীপুরে হাইভোল্টেজ ভোট! মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছে ভোট প্রক্রিয়া। তবে ভবানীপুরে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তুলল বিজেপি। সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন বিজেপি প্রার্থী।  ১২৬ নম্বরে বুথে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের এই বুথে কারচুপি হয়েছে বলে দাবি করেন তিনি। 

যদিও প্রিয়ঙ্কার অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘মক পোলের জন্য দেরি, কোনও ইভিএম বিভ্রাট হয়নি’। বিজেপির অভিযোগের উত্তরে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। 

এরপর ভবানীপুরে গুরুদ্বারের সামনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা। তিনি বলেন,  ‘ধাবা খোলা কেন, কেন এত মানুষ এক সঙ্গে ঘুরছে? এখানে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও এত লোক কেন? কেন পুলিশ কিছু বলছে না?' 

এই ঘটনায় ফিরহাদ পাল্টা কটাক্ষ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'আজ সকাল থেকে কমিশনকে পাগল করে দিচ্ছেন তিনি। দেখলেন তো বুথ জ্যামের অভিযোগ খারিজ করে দিয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা, উনি নিজের হারের অজুহাত খুঁজছেন'। বুথের কাছে ১৪৪ ধারা। কিন্তু মন্দির, মসজিদ, গুরুদ্বারের সামনে তো কোনও ১৪৪ ধারা তো নেই।' 

close