Kode Iklan atau kode lainnya

আজ প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত মামলাটির শুনানি হল, জেনেনিন আপডেট

 

নিউজ ডেস্ক: আজ প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা আদালতে উঠেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। এই মামলাটি ৩৫ নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। 

আজ প্রাথমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নভুল মামলাটির শুনানি হয়েছে। তবে এদিন কোনও রায় দেওয়া হয়নি। আদালত আবেদনকারী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ উভয়ইকেই হাইকোর্টে প্রশ্নপত্র জমা করতে নির্দেশ দিয়েছে। কারণ হিসাবে আদালত রিটের 36 পৃষ্ঠায় 19 নং প্রশ্নের  আন্ডারলাইন করা অংশগুলি যেমন আছে তা পরীক্ষা করতে চায়।

এর ফলে এই বিষয়টি আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এটি আগামীকাল দুটোর আবার উঠবে। বিষয়টিকে হিয়ার্ড-ইন-পার্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩শে ডিসেম্বর ১৬,৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে পায়েল বাগ, ওয়াসিম আক্রাম মন্ডল, চিন্টু ছনাক সহ অনেকেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন।

close