Kode Iklan atau kode lainnya

আধপেটা খাইয়ে ফেলে রেখেছে স্কুল শিক্ষক ছেলে, পুলিশে অভিযোগ বৃদ্ধ বাবার

 

নিউজ ডেস্ক: ছেলে স্কুল শিক্ষক, কিন্তু ঠিকমত খেতে দেয়না বাবাকে। আধপেটা খাইয়ে ফেলে রেখেছে ছেলে। বাধ্য হয়ে অসহায় বাবা পুলিশে অভিযোগ করলেন ছেলের বিরুদ্ধে। 

কি কারণে ছেলের বিরুদ্ধে মামলা করলেন? জবাবে বৃদ্ধ বাবা বলেন, ‘‘কী বলব! ছেলে আমায় দেখে না। ছ’বছর ধরে এক বেলা খাওয়ার মতো টাকা দেয়। পাড়ার সবাই বলল, পুলিশে যেতে। তাই অভিযোগ জানাতে এসেছি।’’ 

তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ ৪৫ বছর বাসের কন্ডাকটার ছিলেন। দারিদ্রর মধ্যেও ছেলেকে পড়াশোনা করিয়ে শিক্ষক করেছেন। ২০১৪ সালে তিনি স্ত্রীকে হারিয়েছেন। এখন বাড়িতে শ্বাশুড়ি আর তিনি থাকেন। ৭৪ বছর বয়সে আর তেমন কাজ করতে পারেন না। রবীন্দ্রনাথ বলেন, ‘‘মাস গেলে দেড় হাজার টাকা দেয়। ওতে আমার সুগার, প্রেশারের ওষুধ কিনতেই সব খরচ হয়ে যায়। আর সামান্য যা থাকে, তাতে এক বেলা ভাল করে খেতে পারি না।’’

ছেলের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে বাবা বলেন, কাজ থেকে অবসর নেওয়ার পর বাড়ি বিক্রি করার অর্থে অবসর জীবন কাটাবেন ভেবেছিলেন। কিন্তু সেখানেও বাধা দেয় ছেলে মানিক ঘোষ। ৩০ লক্ষের সম্পত্তি ১০ লক্ষে কিনতে চেয়ে বলেন, নগদ টাকা দেবেন না, বাবার নামে স্থায়ী আমানত করে দেবেন। তিনি ‘নমিনি’ থাকবেন। যা সুদ পাবেন, তাই দিয়ে বাবা যেন সংসার চালিয়ে নেন। তাঁতে রাজি হননি রবীন্দ্রনাথ।

এই নিয়ে পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক ছেলে মানিক ঘোষ বলেন, বাবা বাসের কন্ডাক্টারি করেই তাঁকে পড়িয়েছেন। শৈশব কষ্টেই কেটেছে। তবে আমার ক্ষমতায় কুলোয় না, তাই দু’হাজারের বেশি টাকা দিতে পারি না। উনি পুলিশে গিয়েছেন, যেতেই পারেন, আমার কিছু করার নেই। ছ’জনের সংসার চালাতে হয়, কোথায় পাব?’’

close