Kode Iklan atau kode lainnya

আজ প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা আদালতে উঠবে

 

নিউজ ডেস্ক: আজ প্রাথমিকের প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা আদালতে উঠছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলাটির শুনানি হবে। এই সংক্রান্ত মামলাটি ৩৫ নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। মঙ্গলবার ১৭ নম্বর কোর্টে সকাল ১১:০০ থেকে শুনানি শুরু হবে। তবে দুপুর ২টার পর প্রাথমিকের প্রশ্নভুল মামলাটি উঠবে।  প্রশ্ন ভুল সংক্রান্ত এই মামলার উপর ৭৩৮ জনের ভাগ্য নির্ভর করছে। 

২০২০ সালের ২৩শে ডিসেম্বর ১৬,৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে পায়েল বাগ, ওয়াসিম আক্রাম মন্ডল, চিন্টু ছনাক সহ অনেকেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন।

পায়েল বাগ দাবি করেন ২০১৪ সালের TET এ ৬টি প্রশ্ন ভুল ছিলো। যে সমস্ত পরীক্ষার্থী ঐ প্রশ্নগুলি উত্তর করার চেষ্টা করেছেন বা করছেন তাদের পুরো নম্বর দিতে হবে পর্ষদকে। ৬ নম্বরের পেলেই তারা মেধা তালিকায় চলে আসবেন। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চাকরি দিতে হবে উক্ত চাকরি প্রার্থীদের। পর্ষদ সূত্রে জানা গেছে, এই মামলার উপর নির্ভর করছে কয়েক হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। 

close