Kode Iklan atau kode lainnya

মরব তবে বিজেপিকে দেশ বেচতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

 

নিউজ ডেস্ক: ঢালাও বেসরকারিকরণের দিকে হাঁটছে কেন্দ্রের মোদি সরকার। একের পর এক সরকারি সংস্থাকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দিচ্ছে কেন্দ্র। এই অবস্থায় কেন্দ্রকে তীব্র সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মরব তবে বিজেপিকে দেশ বেচতে দেব না। এই নিয়ে সবাইকে জোটবদ্ধ হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী।

শনিবার সংগঠনের ছাত্র শাখার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মরব, তবুও বিজেপিকে দেশ বিক্রি করতে দেব না। খেলা হবে। বাংলায় খেলা চলছে, ত্রিপুরা-অসমে খেলা হবে, খেলা হবে দিল্লিতেও—আগামী ২০২৪ সালে। জনগণের সম্পদ, দেশের সম্পদ বিক্রি করতে দেব না। সবাই জোট বাঁধুন, তৈরি হন।’ 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাকে খুন করবে বলছে, চেষ্টাও আছে। নন্দীগ্রামে তো খুনেরই চেষ্টা হয়েছিল। এখনও পায়ের আঘাত পুরোপুরি সারেনি।’ এই পর্বেই তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার—‘খুনের হুমকিতে ভয় পাই না। মরার আগে পর্যন্ত সিংহের বাচ্চার মতো লড়ব। মনে রেখ, আজও পৃথিবীর কিছু মানুষ আছে, যারা ভয় পায় না।’

এরপর দিল্লির মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘এই যে সরকারটা দিল্লিতে চলছে, সেটা দানবীয়, তাণ্ডবীয়, অমানবিক, জনস্বার্থ বিরোধী। মানুষকে এরা ভালোবাসে না! দেশের সম্পদ যারা বিক্রি করে, তারা জনগণের হয় কী করে!’ তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘দেশের মাটি বিক্রি করছে এরা। গর্বের সব প্রতীক বিক্রি করছে এরা। এলআইসি, জেনারেল ইনসিওরেন্স, ন্যাশনাল ইনসিওরেন্স, কোল ইন্ডিয়া, সেইল সব বিক্রি করছে। এলআইসিতে একজন রিকশ চালকও টাকা রাখেন। সেই মানুষের সঞ্চয়ও বেচে দেবে! এবার তো জনগণের চোখ, নাক, কান, কিডনি সব বেচার উদ্যোগ নেবে বিজেপি। বলবেন কবে ক্ষান্ত হবেন! আর কত পেলে ক্ষান্ত হবেন!’

close