Kode Iklan atau kode lainnya

যাদবপুরে প্রথম দফায় ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেন মাত্র ২৮৪ জন, তবে কি ইঞ্জিনিয়ার হওয়ার ঝোঁক আরও কমল?

 যাদবপুর বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক: তবে কি দিনে দিনে রাজ্যে পড়ুয়াদের মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার ঝোঁক কমছে। তেমনি এক পরিসংখ্যান সামনে এল। রাজ্য জয়েন্টের প্রথম রাউন্ড কাউন্সেলিং শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন মাত্র  ২৪৮ জন। যেখানে মােট আসনের সংখ্যা ১,২৫০। প্রথম রাউন্ডের শেষে গত বছরের তুলনায় ১০০-র কিছু কম পড়ুয়া এ বছর যাদবপুরকে বেছে নিয়েছেন।

প্রথম রাউন্ডের শেষে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের মত বিষয়গুলোতে আসন পূরণ হয়ে গেছে। তবে এই সব বিভাগেও ছাত্র ধরে রাখাই চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাছে। 

কারণ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স, সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা (নিট), এমনকী এনআইটির প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। অনেকেরই আশঙ্কা যাঁরা এখন ভর্তি হয়ে গিয়েছেন, তাদের একটা অংশ সেই সময়ে ছেড়ে চলে যেতে পারেন।

পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে, যেখানে প্রথম রাউন্ড শেষে একজনের বেশি ভর্তি হননি। এই তালিকায় রয়েছে প্রিন্টিং, মেটালার্জির মতাে বিভাগগুলি। কনস্ট্রাকশনে ৩ জন, আর্কিটেকচারে ২ জন, প্রােডাকশনে ৩ জন, ফুড ও আইটির মতাে বিভাগে ৫ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। 


close