Kode Iklan atau kode lainnya

ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

 

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ভারতীয় গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) বা জিডিএস (GDS) পদে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে। উত্তরাখণ্ড (Uttarakhand) ডাক সার্কলের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। মোট ৫৮১টি শূন্যপদ পূরণ করার জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। 

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা উত্তরাখণ্ড ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। 

গুরুত্বপুর্ণ তারিখ: ২০২১-এর ২৩ অগাস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০২১-এর ২২ সেপ্টেম্বর।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। অন্তত দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষায় পড়াশোনা করতে হবে। কমপক্ষে ৬০ দিনের বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন করতে হবে। চাকরিপ্রার্থীরা দশম, দ্বাদশ ও অন্য কোনও উচ্চশিক্ষায় কম্পিউটার নিয়ে পড়াশোনা করলে বেসিক কম্পিউটার কোর্স করার দরকার পড়বে না।

বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। 

আবেদন প্রক্রিয়া:  অনলাইনে আবেদন করতে হবে। indiapost.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একজন প্রার্থী একটি রেজিস্ট্রেশন করাতে পারবেন। 

আবেদন ফি: আবেদনকরীদেরকর ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। রূপান্তরকামী মহিলা, মহিলা ও সব এসটি, এসসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

close