Kode Iklan atau kode lainnya

‘লোকসভায় জিততে পঞ্চায়েত দখল চাই’, বার্তা দিলীপের

 

নিউজ ডেস্ক: লোকসভা ভোটে জিততে হলে পঞ্চায়েত ভোটে জিততেই হবে। দলীয় নেতা, কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  রবিবার সাংগঠনিক বৈঠকে মেদিনীপুরে এসে তাই পঞ্চায়েত ভোট নিয়ে নেতা, কর্মীদের বার্তা দিয়ে গেলেন দিলীপ।

দিলীপ ঘোষ বলেন, ‘‘এখনও চেষ্টা করছে ওরা। পুলিশ- প্রশাসনকে লাগিয়ে বিজেপিকে ভাঙার চেষ্টা করছে। রাজনৈতিক লড়াই লড়ছে কোথায় ওরা? পুলিশ আর গুন্ডারাই তো লড়ছে। তৃণমূল লড়তে না- পেরে পুলিশ আর গুন্ডাদের এগিয়ে দিচ্ছে। পুলিশের অধ:পতন তৃণমূলের আমলেই হয়েছে। আমাদের দলে লাখে লাখে লোক এসেছিল। ভয়ে দেখিয়ে তাদেরই কাউকে কাউকে ওরা নিচ্ছে।’’

ত্রিপুরায় তৃণমূলের লোকেরা নাটক করছে বলে দাবি করে দিলীপ ঘোষ বলেন, ‘‘ত্রিপুরায় নাটক করছে ওরা। ত্রিপুরা সরকার ওদের মন্ত্রীদের পাইলট কার দিয়েছে। নেতাদের বুলেটপ্রুফ গাড়ি দিয়েছে। আর এখানে তো পুলিশ আমাদের খোঁজই নেয় না। আমি সাংসদ। দলের রাজ্য সভাপতি। আমাকে তো কখনও পাইলট কার দেয় না। কখনও বুলেটপ্রুফ গাড়ি দেয় না। এর থেকেই পরিস্কার বোঝা যাচ্ছে ত্রিপুরায় কী পরিস্থিতি রয়েছে আর পশ্চিমবঙ্গে কী পরিস্থিতি রয়েছে।’’

বিজেপির দখলে থাকা পঞ্চায়েতগুলি কেন একে একে তৃণমূল দখল করে নিচ্ছে? দিলীপ বলেন, ‘‘কিছু লোককে ভয় দেখিয়েছে, কেস দিয়েছে। কয়েকজন প্রধান ওদের দলে যোগ দিয়েছেন। বাকি ঠিকই রয়েছে।’’

close