Kode Iklan atau kode lainnya

সুখবর মিলতে পারে পুজোর আগেই, আবারও DA বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের

 

নিউজ ডেস্ক: এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) পান। কিছুদিন আগেই ১১ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্র। উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে আরও খুশির খবর। আরও এক দফায় মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্র। এবার তিন শতাংশ বাড়ানো হতে পারে ডিএ। এটা দেওয়া হলে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৩১ শতাংশ। 

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষস্তরে আলোচনা চলছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।

ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই আরও এক দফায় ডিয়ারনেস অ্যালোয়েন্স (ডিএ) বা ডিয়ারনেস রিলিফের (ডিআর) ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। যদিও বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর মাসখানেক আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বেড়েছে। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হয়েছে। চলতি বছরের জুলাই থেকে তাঁরা ২৮ শতাংশ ডিএ বা ডিআর পাবেন। যা এতদিন ১৭ শতাংশ ছিল।

close