Kode Iklan atau kode lainnya

মানুষের জন্য কাজ করতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস

 

নিউজ ডেস্ক: বিজেপি ছেড়ে তৃণমূলে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। মানুষের পাশে থাকতে পুরানো দলে প্রত্যাবর্তন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বললেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন বিশ্বজিৎ।বিজেপির হয়ে বিধানসভা ভোটে জয়ের পর তৃণমূলে প্রত্যাবর্তন। তন্ময় ঘোষের পর এবার তৃণমূলে ফিরলেন বিশ্বজিৎ দাস।

বিধানসভা নির্বাচনে মোট ৭৭ টি আসন জয় করেছিল বিজেপি। নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করায় বাংলায় বিজেপি বিধায়েক সংখ্যা দাঁড়িয়েছিল ৭৫-এ। তারপর দল ছেড়েছেন মুকুল রায়, তন্ময় ঘোষ। এবার আরও দুই বিধায়ক বিজেপি ছাড়তে চলেছেন। 

তৃণমূলে যোগ দিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিত্‍ দাস। পাশাপাশি, শাসক দলে যোগ দিতে পারেন দক্ষিণ দিনাজপুরের এক বিজেপি বিধায়কও। গতকাল তৃণমূলে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ।  যে ভাবে প্রায় প্রতিদিনই দলবদলের গুঞ্জন উঠছে বিজেপি শিবিরে তাঁতে চিন্তিত গেরুয়া শিবির। 

close