Kode Iklan atau kode lainnya

PhD ও MPhil-এ ভর্তির বিজ্ঞাপন প্রকাশ করল বর্ধমান বিশ্ববিদ্যালয়

 বর্ধমান বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক: পিএইচডি ও এমফিলে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আবেদন করতে হবে অনলাইনে। প্রিলিমিনারি ভাইভা এবং ফাইনাল ভাইভা ও একাডেমি রেকর্ডের উপর নির্ভর করে ভর্তি হওয়া যাবে। 

বিষয় ও শূন্যপদ: বিষয়ভিত্তিক ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুণ। 


প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: 

আবেদনকারীদের অবশ্যই ইউজিসি কর্তৃক স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে ২ বছরের এমএ অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

জেনারেল এবং ওবিসি (NCL) প্রার্থীদের জন্য, সর্বনিম্ন ৫৫% এবং এসসি / এসটি / শারীরিক ও দৃষ্টিশক্তিহীন প্রার্থীদের জন্য, সর্বনিম্ন ৫০% নাম্বার থাকতে হবে।

আবেদন ফি: আবেদন ফি ২৫০ টাকা (প্রতি বিষয়) অনলাইনে ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড / নেট ব্যাংকিং ব্যবহার করে জমা করতে হবে। 

আবেদন প্রক্রিয়া: গুগল ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। প্রথমে আবেদন ফি জমা করতে হবে। তারপর গুগল ফর্ম পূরণ করতে হবে। 

অনলাইনে আবেদনের জন্য শেষ তারিখ: ২৭ জুলাই, ২০২১। 

পিএইচডি ও এমফিলের ভর্তির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ। 

close