Kode Iklan atau kode lainnya

‘দুয়ারে সরকার’ প্রকল্পে ‘শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প’, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

 

নিউজ ডেস্ক: নিজের জেলা বা নিজের বাড়ির কাছে বদলি চান বহু শিক্ষক-শিক্ষিকারা। বহুদিন ধরে বিষয়টি আটকে ছিল। যদিও শিক্ষকদের আবেদন খতিয়ে দেখতে প্রকল্প চালু করছে রাজ্যে। শিক্ষকদের বাড়ির কাছে বদলির সুযোগ দিতে উৎসশ্রী প্রকল্প চালু করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প।”

আজ এই প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বদলির আবেদন থেকে শুরু করে বদলির আদেশনামা সমস্তটাই ‘উৎসশ্রী’র মাধ্যমে অনলাইনে হবে বলে জানালেন তিনি। সুনির্দিষ্ট সময়ের মধ্যেই বদলি পেয়ে যাবেন শিক্ষকরা৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার দুয়ারে সরকার প্রকল্পের অন্তর্ভুক্ত হতে চলেছে শিক্ষক বদলির ‘উৎসশ্রী’৷ 

এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, কিছু দিনের মধ্যেই ফের দুয়ারে সরকার প্রকল্প শুরু হতে চলেছে৷ গোটা দেশে আর কোথাও এই ধরনের প্রকল্প নেই৷  স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে যেমন এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে, তেমনই মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে দুয়ারে সরকার প্রকল্পের আওতাভুক্ত হবে ‘উৎসশ্রী’ও৷ এরফলে শিক্ষকেরা খুবই উপকৃত হবেন। 

তবে বদলির জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে। আবেদনকারী শিক্ষককে বর্তমান স্কুলে স্থায়ী পদে কমপক্ষে পাঁচ বছর শিক্ষকতা করতে হবে৷ উচ্চমাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে নিজের স্কুলের ২৫ কিলোমিটারের মধ্যে এবং প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে নিজের সার্কেলের মধ্যে বদলির আবেদন করা যাবে না৷ পাশাপাশি, আবেদনকারীর বয়স ৫৯ বছরের মধ্যে হতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷ 

আবেদনকারীর বিরুদ্ধে সাসপেনশন, আর্থিক বেনিয়ের অভিযোগ, বিভাগীয় তদন্ত বা আদালতের বিচারাধীন বিষয় থাকলে, তিনি আবেদন করতে পারবেন না৷ 

২ আগস্ট থেকে চালু হবে এই উৎশ্রী পোর্টাল (Utshashree portal)। শুধুমাত্র শিক্ষিক, শিক্ষিকা নন, এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন জানাতে পারবেন শিক্ষাকর্মীরাও। বিভিন্ন ধরনের বদলির জন্য আলাদা-আলাদা ভাগ রাখা হয়েছে পোর্টালে। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক-সমস্ত স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

এর আগে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যাঁরা নিজেদের জেলায় বদলি চান, বা বাড়ির সামনে কোনও স্কুলে তাঁদের ক্ষেত্রে। তবে দশজনে যদি এক জায়গায় চান, সেটা তো সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে। আমি আগেই বলেছিলাম, শিক্ষকদের যাতে দূরে যেতে না হয়। অন্তত যতটা সম্ভব তাঁদের কাছাকাছি করা যায় সেটা দেখার জন্য একটা পোর্টাল হচ্ছে। যেখান শিক্ষকরা নিজেরাই আবেদন করতে পারবেন। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই পোর্টালটির নাম উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।"

বদলির আবেদন জানানোর সময় কোন সমস্যা হলে টোল ফ্রি নম্বরে (18001023154) জানানো যাবে। টোল ফ্রি নম্বরের সাথে থাকছে হোয়াটস অ্যাপ নম্বরও। নম্বর দুটি হল- ৮৯০২৬০২৫১৯ এবং ৬২৯২২৬৩৩০০। এদিন উৎসশ্রী পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উদ্বোধনের পর ব্রাত্য বলেন, ‘২০ জন আধিকারিক গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সাথে দুয়ারে সরকার প্রকল্পের আওতাভুক্ত হচ্ছে এই প্রকল্প।’

close