Kode Iklan atau kode lainnya

কেন্দ্র সরকারি চাকরিতে শূন্যপদ প্রায় ৯ লক্ষ, চাকরির দাবি নিয়ে দেশজুড়ে হাহাকার মেধাবীদের


নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় ক্ষমতায় এসে প্রতিবছর ২ কোটি চাকরি দেওয়ার কথা ঘােষণা করেছিলেন। শূন্যপদের যে চিত্র মন্ত্রী দেখাচ্ছেন তাতে নতুন চাকরি বা কর্মসংস্থান দুরের কথা তাতে সরকারি নিয়ােগ কমছে দ্রুত হারে। চাকরি নেই বলে যখন দেশজুড়ে হাহাকার চলছে সেই সময়ে কেন্দ্রীয় সরকারেরই শূন্যপদের সংখা বেড়ে ৮.৭ লক্ষের উপর চলে গেছে। এর মধ্যে রেলেই শূন্য পদের সংখ্যা ৩লক্ষের উপর। শূন্য পদ বাড়লেও নিয়ােগও প্রতিবছর কমছে রেল সহ কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরেই। শুক্রবার কেন্দ্রের কর্মীকৃত্যক দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিং সাংসদের প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য প্রকাশ করেছেন। এদিকে দীর্ঘ দিন ধরে কেন্দ্রের প্রতি দপ্তরে অনুমােদিত পদ শূন্য পরে থাকায় অনেক জায়গাতেই নামমাত্র মজুরিতে অস্থায়ী কর্মী দিয়ে কাজ চালানাে হচ্ছে। ফলে সরকারি চাকরিতে চলছে দেদার চুক্তি শ্রমিক। 

কেন্দ্র সরকারি চাকরি নিয়ে মন্ত্রী জিতেন্দ্র সিং তাঁর লিখিত জবাবে জানিয়েছেন, ২০২০-র ৩মার্চ পর্যন্ত কেন্দ্রে বিভিন্ন দপ্তরে মােট অনুমােদিত পদের সংখ্যা হলাে ৪০লক্ষ ৪ হাজার ৯৪১। বর্তমানে তাতে কর্মী সংখ্যা হলাে ৩১ লক্ষ ৩২ হাজার ৬৯৮ জন। শূন্য পদের সংখ্যা হলাে ৮লক্ষ ৭২ হাজার ২৪৩। রেলে মােট অনুমােদিত পদের সংখ্যা ১৫ লক্ষ ৭হাজার ৬০৪। কর্মীর সংখ্যা ১২ লক্ষ ৭০ হাজার ৩৯৯। শূন্যপদের সংখ্যা প্রায় ৩লক্ষ। অন্যদিকে ২৫৬টি চালু কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী সংখ্যা হলাে ৯.২০ লক্ষ। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা শূন্যপদের সংখ্যা জানতে চাওয়া হলেও তার জবাব দেওয়া হয়নি। নিয়ােগ সংস্থা সূত্রে খবর কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাতেও শূন্য পদের সংখ্যা ৬০ হাজারের উপর। এদিকে দু চারটি বাদ দিয়ে বেশিরভাগ কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাই ঢালাও বিক্রির পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থায় চলছে অবসর প্রকল্পের নামে দেদার কর্মী সঙ্কোচন।

এদিকে শূন্যপদের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে কেন্দ্রের সরকারি চাকরিতে নিয়ােগের হার দ্রুত কমছে। মন্ত্রী সরকারি চাকরির নিয়ােগ নিয়ে জানাচ্ছেন, কেন্দ্রে চারটি সংস্থার মাধ্যমে নিয়ােগ হয়ে থাকে। তা হলাে ইউপিএসসি, এসএসসি এবং আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বাের্ড)। ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ সাল নিয়ে পাঁচ বছরে তিন সংস্থায় নিয়ােগের সংখ্যা জানানাে হয়েছে। দেখা যাচ্ছে, পাঁচ বছরে সব থেকে বেশি নিয়ােগ কমেছে আরআরবিতে বা রেলে। 

যথাক্রমে উল্লিখিত পাচ বছরে রেলে নিয়ােগ হয়েছে ২২হাজার ৫৩৮ জন, ২৫ হাজার ৫০৭ জন, ১৭হাজার ৬৮০ জন, ১লক্ষ ২৮ হাজার ৪৫৬ জন এবং ৫হাজার ৭৬৪ জন। তিনটি সংস্থায় প্রতি বছর মােট নিয়ােগের হার দেখলে বােঝা কীভাবে নিয়ােগ কমছে। পাঁচ বছরে যথাক্রমে নিয়ােগ হয়েছে ১লক্ষ ২হাজার ১৫৩, ৭৭হাজার ১৯২, ৩৮ হাজার ৮২৭, ১লক্ষ ৪৮ হাজার এবং ৭৮ হাজার ২৬৪। মােট নিয়ােগ পাঁচ বছরে ৪লক্ষ ৪৪হাজার ৮১৩। এদিকে নিয়ােগের হার প্রতিবছর কমলে শূন্যপদের সংখ্যা তার দ্বিগুণ হারে বেড়ে ৮লক্ষ ৭২ হাজারের উপর পোঁছেছে। প্রসঙ্গত বিপুল শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়ােগের হার বছরের পর বছর কমতে থাকার ফলেই শূন্য পদের সংখ্যা বেড়ে চলছে। শ্রমিক সংগঠনের অভিযােগ, দেখা গেছে। দীর্ঘদিন নিয়ােগ কমিয়ে বা বন্ধ রেখে এক সময়ে শূন্য পদের বিলােপ ঘটিয়ে দেওয়া হয়। মােদী সরকার সেই শূন্যপদ বিলােপের লক্ষ্যেই নিয়ােগের হার কমাচ্ছে।

close