Kode Iklan atau kode lainnya

নন্দীগ্রামের একটি বুথে ভোটার আছেন ৬৭৬, যদিও ভোট পড়েছে ৭৯৯টি! অবাক কান্ড

 

নিউজ ডেস্ক: এবার বড় হেরফের সামনে এল। নন্দীগ্রামের একটি বুথে ভোটার মোট ভোটার আছেন ৬৭৬। যদিও ভোট পড়েছে ৭৯৯টি। অবাক এই কাণ্ডে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাজ্জব করে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের (Nandigram) রেয়াপাড়ার এস এন রায় স্কুলের বুথে। যদিও ষয়টি তৃণমূলের (TMC) কারসাজি বলে উড়িয়ে দিয়েছে বিজেপি (BJP)। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, নন্দীগ্রামের ভোটে যে দুর্নীতি হয়েছে তাদের অভিযোগই সঠিক বলে প্রমাণিত হচ্ছে। নন্দীগ্রামের একাধিক জায়গায় গরমিল হয়েছে। আমরা সঠিক তদন্ত চাই।

নন্দীগ্রামে খুব অল্প ব্যবধানে পরাস্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলপ্রকাশের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, নন্দীগ্রামে কারচুপি হয়েছে। আদালতে যাবেন। সপ্তাহ দুয়েক আগে হাইকোর্টে মামলাও করেছেন তিনি। এরএরই মধ্যে রেয়াপাড়ার এস এন রায় স্কুলের বুথের 'অ্যাকাউন্ট অব ভোটস রেকর্ডেড' নিয়ে বড় হেরফের সামনে এল। ওই নথিতে স্পষ্ট লেখা রয়েছে, ভোটার সংখ্যা ৬৭৬। ভোটদান ৭৯৯। আশ্চর্য্যের বিষয় হল প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করে দিয়েছেন ফর্ম ১৭ সি-তে। 

এই ঘটনা সামনে আসতেই আক্রমণে নেমেছে তৃণমূল। দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেন,'রেয়াপাড়ার বুথের হিসাবে তো চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। এটা কী করে সম্ভব? একটা বুথে ১০০-র কাছাকাছি গরমিল। এটা ৮০ ধরুন। একটা বুথে ৮০ হলে বাকিগুলিতে কী হয়েছে ভাবুন! আমরা তো প্রথম থেকে বলে আসছি এই ব্যাপারটার মধ্যে বিরাট জঘন্য খেলা হয়েছে।'    

এই নিয়ে নন্দীগ্রামে (Nandigram) মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান ব 'ওই দিন শেষের দিকে ৩ ঘণ্টা গণনা বন্ধ করে দেয়। হঠাৎ বলে সার্ভার নেই। তাতেও ১ ঘণ্টা দেরি হয়। ভিভিপ্যাট গোনার সময় আমাদের রাখেনি। এমনকি গণনার সময় বিরোধী দলের চাপে আমাদের নতিস্বীকার করে বেরিয়ে আসতে হয়।'             

যদিও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন,'গত পঞ্চায়েত ভোটে এটা বহু জায়গায় ঘটেছে। এমন জায়গা আছে যেখানে ১০০ শতাংশ ভোট হয়েছিল। তৃণমূল কী অভিযোগ করেছে জানি না। তার সত্যতা বিচার করার লোক আমরা নেই। আমরা ১০ বছর ধরে অভিযোগ করেছি। তার আগে তৃণমূল বামেদের বিরুদ্ধে করেছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখার দায়িত্ব আদালত ও নির্বাচন কমিশনের।' 

close