Kode Iklan atau kode lainnya

রাজ্যে বন্ধই থাকছে স্কুল-কলেজ! ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল করোনা বিধিনিষেধের মেয়াদ

 

নিউজ ডেস্ক: করোনার বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ল। প্রায় আগের বিধিনিষেধই বহাল থাকলো। তবে ৫০% উপস্থিতি নিয়ে হলের মধ্যে সরকারি কর্মসূচি পালন করা যাবে! এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। নির্দেশিকা অনুযায়ী ১৫ আগস্ট অবধি বিধিনিষেধ বাড়ানো হয়েছে।

সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো (Metro Service)। শনি ও রবিবার মেট্রো চলাচল বন্ধই থাকছে। বিভিন্ন মহলে দাবি উঠলেও বন্ধ থাকছে স্কুল, কলেজ- সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হল। 

এক ঝলকে দেখেনিন বিধিনিষেধ- 

১৫ই আগস্ট পর্যন্ত রাজ্যে জারি থাকছে কড়া বিধিনিষেধ।

স্কুল, কলেজ, পলিটেকনিক কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধই থাকছে।

স্টাফ স্পেশ্যাল ছাড়া অন্যান্য লোকাল ট্রেন বন্ধ।

সপ্তাহে ৫ দিন চলবে মেট্রো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রো। তবে শনি ও রবিবার আমজনতার জন্য বন্ধ থাকবে এই পরিষেবা।

বন্ধ স্পা, সিনেমা হল। রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের সাঁতারুদের জন্য সুইমিং পুল সকাল ৬ টা থেকে বেলা ১০ পর্যন্ত খোলা থাকতে পারে। 

ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান খোলা থাকবে ১০টা থেকে ৩ টে পর্যন্ত।

সারাদিন খোলা থাকবে দোকান-বাজার। তবে কর্মচারী থাকবে ৫০ শতাংশ। একবারে ৫০ শতাংশ গ্রাহক দোকানে আসতে পারেন। 

রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যান চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি থাকছে।

পুরনো নিয়ম মেনেই চলবে শুটিং। অডিও রেকর্ডিং করতে স্টুডিওতে সর্বাধিক ১০ জন থাকতে পারেন। 

৫০% উপস্থিতি নিয়ে হলের মধ্যে সরকারি কর্মসূচি পালন করা যাবে। 

● মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।  

● রাত্রি কালীন বিধিনিষেধ কড়া ভাবে মানতে হবে।

close