Kode Iklan atau kode lainnya

'মোদি বিশ্বের সর্বশক্তিমান নেতা, মমতাকে আক্রমণ করে দাবি শুভেন্দুর

 

নিউজ ডেস্ক: 'মোদি বিশ্বের সর্বশক্তিমান নেতা!', মমতাকে বিঁধতে গিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। একই সংর শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'একজন নন এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। ভোট তো অনেক দূরে। তিন বছর বাকি এখনও লোকসভা ভোটের। অথচ কলকাতার কিছু লোক এমন করছে যেন এই বছর নভেম্বর মাসে ভোট।' তবে শুভেন্দুর এইরূপ মোদি স্তুতিতে অবাক রাজনৈতিক মহল।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে করা শুনানিতে এদিন হাজির হয়েছিলেন শুভেন্দু। শুনানি শেষে শুভেন্দুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আগেও ওসব জোট, ফোট করা হয়েছে। ফল দেখা গিয়েছে। নরেন্দ্র মোদি শুধু শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীই নন, বিশ্বের সর্বশক্তিমান নেতা। মোদিকে হঠানো অত সহজ নয়।'

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দুর কটাক্ষ, 'একজন নন এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। ভোট তো অনেক দূরে। তিন বছর বাকি এখনও লোকসভা ভোটের। অথচ কলকাতার কিছু লোক এমন করছে যেন এই বছর নভেম্বর মাসে ভোট। এখনও অনেক বাকি। এখন বরং কোভিড নিয়ে, কর্মসংস্থান নিয়ে কথা হোক।'

 বিধানসভা ভোটের কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। এরই মধ্যে তাঁর মোদি-স্তুতি আলাদা করে নজরে পড়েছে রাজনৈতিক মহলের। 

close