Kode Iklan atau kode lainnya

'রাজ্যে ভুয়ো মুখ্যমন্ত্রী, তাই ভ্যাকসিনও জাল', মমতাকে তীব্র আক্রমণ সায়ন্তন বসুর

 

নিউজ ডেস্ক: আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বললেন,  ‘‌ভুয়ো মুখ্যমন্ত্রী, তাই ভ্যাকসিনও জাল।' মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে সায়ন্তনের অভিযোগ, ভোটে নন্দীগ্রাম আসনে পরাজিত যাওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই কারণে এরাজ্যে ভ্যাকসিনও জাল। 

বুধবার বিকালে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের বিজেপি দফতরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন সায়ন্তন। সেখানেই এমন মন্তব্য করলেন সায়ন্তন। একইসঙ্গে তৃণমূলের জন্যই রাজ্যজুড়ে ভুয়ো ভ্যাকসিনের কারবার চলছে বলে অভিযোগ তোলেন তিনি।

সায়ন্তন বলেন, ‘‌পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে জাল ভ্যাকসিন শব্দ রয়েছে। এখানে ভুয়ো ভ্যাকসিনের সমস্যা হওয়ার কারণ, এখানে ভুয়ো মুখ্যমন্ত্রী আছেন। গোটা দেশের মধ্যে এটাই একমাত্র রাজ্য, যেখানে ভোটে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হওয়া যায়।’‌ 

সায়ন্তন আরও বলেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছেন। অথচ তৃণমূল সেই ভ্যাকসিন নিয়ে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে দিচ্ছে। রাজ্যে তৃণমূল সরকার আছে অথচ দুর্নীতি হবে না, তা কি কখনও হয়? জাল ভ্যাকসিন কাণ্ডের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে তৃণমূল নেতৃত্ব।’

close