Kode Iklan atau kode lainnya

'ওঁর মনটাই নর্দমা, 'শকুনের চোখ তো সব সময় ভাগাড়েই থাকে', শুভেন্দুকে আক্রমণ কুণালের

 

নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা। যদিও পুরসভার (KMC) তৎপরতায় বেশ কিছু এলাকার জল নেমে গিয়েছে। তবে এখনও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় জল জমে রয়েছে। সেটা নিয়েই শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) কটাক্ষ করলেন বিজেপি (BJP) বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, 'কলকাতা লন্ডন হয়ে যাওয়ার কথা ছিল। সামান্য বৃষ্টি হলেই সাধারণ মানুষ দেখছেন জল যন্ত্রণার কী শোচনীয় অবস্থা।' শুভেন্দুর বক্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বললেন, ওর মুখটাই নর্দমা, শকুনের চোখ ভাগাড়ে থাকে।'

এদিন শুভেন্দু বলেন, এই শহরের নাগরিকরা তৃণমূল কংগ্রেসের ওপরই আস্থা রেখেছেন। যার ফল ভুগতে হচ্ছে। ইয়াস পরবর্তী সময়ে বাংলার মানুষ 'দুয়ারে গঙ্গা' দেখেছিল। আর এখন দেখছেন 'দুয়ারে নর্দমা'র জল। 

এই প্রসঙ্গে শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh)। কুনাল ঘোষ বললেন, 'ওঁর মনটাই নর্দমা। যাদের মুখে নর্দমা, মনে নর্দমা তাঁরা তো তার বাইরে কিছু বলতে পারবেন না। চোখ না বদলালে মনের নর্দমা তো বেরিয়ে আসবেই।' 

এরপর শুভেন্দুকে খোঁচা দিয়ে কুনাল আরও বলেন, 'শকুনের চোখ তো সব সময় ভাগাড়েই থাকে'। শহরে জল জমার অন্যতম কারণ খাল সংস্কার না হওয়া। শুভেন্দু দীর্ঘদিন সেচমন্ত্রী ছিলেন কেন খাল সংস্কারে উদ্যোগী হননি তিনি? খাল সংস্কার করতে কে বারণ করেছিল? কেন কলকাতার খাল গুলির এই বেহাল দশা? শুভেন্দু অধিকারীকেই তার জবাব দিতে হবে।’

close