Kode Iklan atau kode lainnya

টানা বৃষ্টিতে বেড়ে গিয়েছে জল, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়াই ৩ জেলায় বন্যার আশঙ্কা

  

নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গ-সহ পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড ও বিহারে একসঙ্গে বৃষ্টি চলছে৷ তার ফলে দামোদরের উপরে পাঞ্চেত ও মাইথন বাঁধে জলের পরিমাণ বেড়ে গিয়েছে৷ ক্রমশ বাড়ছে দামোদর নদের (Damodar River) উপর দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage) থেকে জল ছাড়ার পরিমাণ।টানা তিন দিন ধরে বৃষ্টিতে দামোদরের জলাধারের জল বেড়ে গিয়েছে। 

এর ফলে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১ লক্ষ ২৮ হাজার ৬৭৫ কিউসেক পরিমাণ জল ছাড়া হয়েছে। যে কারণে দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চলগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷সবাইকে সতর্ক করার কাজ শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে৷

জলধারণ ক্ষমতা অতিক্রম করে যাওয়ায় দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি (DVC) এই জল দুর্গাপুর ব্যারেজে পাঠিয়ে দেয়৷ পাঞ্চেত ড্যাম থেকে ২২ হাজার কিউসেক এবং মাইথন থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তবে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে৷

জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কম-বেশি প্রভাব পড়েছে। তবে পূর্ব বর্ধমানের কয়েকটি ব্লক, হাওড়া, হুগলি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে৷ সাধারণত ৭০ হাজার কিউসেক জল ছাড়া হলে, তখনই রাজ্য সরকারের তরফে "বন্যা" বলে ঘোষণা করা হয়৷ 

close