Kode Iklan atau kode lainnya

বাংলা ভাষাতেও পড়া যাবে ইঞ্জিনিয়ারিং, সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

নিউজ ডেস্ক: বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীঘ্রই বাংলা-সহ পাঁচটি আঞ্চলিক ভাষায় পঠনপাঠন করা যাবে দেশের বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজে। এমনই খবর জানালেন প্রধানমন্ত্রী। পঠনপাঠনে মাতৃভাষার গুরুত্ব বাড়ানো ভারতের নয়া জাতীয় শিক্ষা নীতির (National Education Policy) অন্যতম উদ্দেশ্যে। বৃহস্পতিবার সেটাপআরও একবার একথা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)৷  

এর আগেও বিভিন্ন সময়ে কেন্দ্রের নয়া শিক্ষা নীতির পক্ষে সমর্থন টানতে গিয়ে মাতৃভাষায় উচ্চশিক্ষা লাভের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার আরও একবার সেই প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই দেশের ১৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন করতে পারবেন পড়ুয়ারা। প্রাথমিকভাবে পাঁচটি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলুগু এবং মারাঠি।

নয়া শিক্ষা নীতির বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের যুব সম্প্রদায়কে শক্তিশালী করার ক্ষেত্রে এবং দৃঢ় দেশ গঠনের জন্য জাতীয় শিক্ষা নীতির রূপায়ন একটা বড় পদক্ষেপ হল এই নয়া শিক্ষা নীতি৷’’ এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ 

close