Kode Iklan atau kode lainnya

'সিআইডি আমার বৃদ্ধ বাবা-মায়ের শরীরের খবর নিতে আসছে', তদন্ত নিয়ে কটাক্ষ শুভেন্দুর


নিউজ ডেস্ক: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্ত করছে সিআইডি। কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে নিরাপত্তা রক্ষীদের থাকার জায়গা ঘুরে দেখেন সিআইডি আধিকারিকরা৷ এই নিয়ে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, 'সিআইডি আমার বাবা-মায়ের শরীরের খবর নিতে আসছে।'

নিরাপত্তা রক্ষীর মৃত্যুর ঘটনার তদন্তে ইতিমধ্যেই দু' বার শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা দিয়েছে সিআইডি৷ ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা৷ যদিও শুভেন্দু অধিকারী জোর গলায় দাবি করলেন, সিআইডি তদন্তকে ভয় পান না তিনি৷

এ দিন নন্দীগ্রামে দলীয় সভায় হাজির হয়ে সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, 'আমি এক ইঞ্চি জমি ছাড়ার লোক নই৷ দু' বছর আট মাস আগে কে আত্মহত্যা করেছে৷ সিআইডি দেখিয়ে আমাকে লাভ নেই৷ আমার বাড়িতে আশি বছরের বৃদ্ধ পিতা, ৭৩ বছরের বৃদ্ধা মা থাকেন৷ তাঁরা কেমন আছেন দেখার জন্য তাঁদের পাঠিয়েছিল৷ আমাকে ভয় দেখিয়ে লাভ নেই৷ নন্দীগ্রাম আন্দোলনে আপনারা আমার ভূমিকা দেখেছেন৷'

২০১৮ সালের অক্টোবর মাসে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তীর। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুনরায় তদন্ত শুরু করেছে সিআইডি। 

close