Kode Iklan atau kode lainnya

অঝোরে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, দুর্যোগের বলি অন্তত ১২

 

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার প্রায় সারারাত ধরেই অঝোরে বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও ভোগান্তি কমেনি মানুষের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন, দুর্যোগের বলি  ১২ জন। শুক্রবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও দুর্যোগের জেরে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। কেউ মারা গিয়েছেন দেওয়াল চাপা পড়ে, কেউ ঘরে জমা জলে দাঁড়িয়ে বিদ্যুতের সুইচে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। 

দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় দু’জন, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আসানসোলে দেওয়াল চাপা পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় এক মহিলা মাটির দেওয়াল মেরামতির সময় সেটি চাপা পড়ে মারা যান। মুর্শিদাবাদের ভরতপুরে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িদাহত হয়ে একজন মারা গিয়েছেন। এছাড়াও হাওড়ায় ঘরের জমা জলে দাঁড়িয়ে বিদ্যুতের সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন এক ব্যক্তি। এই জেলাতেই রাস্তায় জমা জলের কারণে সাইকেল থেকে পড়ে গিয়ে এক শ্রমিক মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। খড়্গপুরেও এক ভবঘুরের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় বাড়ির সামনে জমা জলে সাপের কামড়ে মারা যান একজন।

বৃহস্পতিবার প্রায় সারারাত ধরেই অঝোরে বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও ভোগান্তি কমেনি মানুষের। হাওড়া শহরের বেশিরভাগ রাস্তা এদিনও ছিল জলের তলায়। ফলে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

তবে আজ থেকে বৃষ্টির প্রকোপ কমে আসবে রাজ্যে। কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ অবস্থান করছিল, সেটি দ্রুত সরে যাচ্ছে বিহার ও উত্তরপ্রদেশের দক্ষিণ অংশের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

close