Kode Iklan atau kode lainnya

দীর্ঘদিনের দাবি মেনে শিক্ষা কর্মীদের জন্য অনলাইন মিউচুয়াল ট্রান্সফার চালু

 

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে তা পূরণ হল। দাবি মেনে এবার শিক্ষা কর্মীদের জন্য অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া শুরু হলো। শিক্ষা দপ্তরের এই সিধান্তকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী। একই সঙ্গে তিনি আবেদনের ভিত্তিতে অনলাইনে জেনারেল ট্রান্সফার প্রক্রিয়া দ্রুত শুরু করার আবেদন জানিয়েছেন। 

কিভাবে আবেদন করবেন?

এটার জন্য আপনার ইউনিক আইডি ও প্যান নম্বর প্রয়োজন। ইউনিক আইডি না জানলে স্কুলের প্রধানের কাছে জেনেনিন। 

1. প্রথমে iOSMS portal এ যান। সেখানে উপরে ডানদিকে Teacher Transfer ক্লিক করুন।

2. OSMS type-এ secondary  ক্লিক করুন।

3. iOSMS তে 8 digit unique code দিন।

4. PAN নাম্বার পুট করুণ।  

5.Capcha কোড পুরণ করুণ। 

6. Login ক্লিক করুণ। 

এই নিয়ে কিংকরবাবু বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের জন্য অনলাইনে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালু হলেও শিক্ষা কর্মীদের জন্য তার চালু করা হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরে আমরা আবেদন জানিয়ে এসেছিলাম শিক্ষা কর্মীদের জন্য যাতে অতি দ্রুত অনলাইন মিউচুয়াল ট্রানস্ফার প্রক্রিয়া চালু করা হয়। তা আজ চালু হলো। আমরা শিক্ষা দপ্তরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি  আবেদনের ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের জন্য অনলাইনে জেনারেল ট্রান্সফার প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবিও জানিয়ে আসছি। আশা করি এই প্রক্রিয়াও দ্রুত শুরু হবে।” 

close