Kode Iklan atau kode lainnya

আরও একদিন সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

নিউজ ডেস্ক: আরও একদিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় চিকিৎসক দিবস (Doctors’ Day) উপলক্ষে আগামী ১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার ছুটি ঘোষণা করল রাজ্য। সোমবার নবান্নে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, করোনা পরিস্থিতিতে  কোভিড ওয়ারিয়রা করোনার সঙ্গে লড়াইয়ে ভাল কাজ করেছেন। তাই তাঁদের সম্মান জানাতেই ১ জুলাই ছুটি দিচ্ছে রাজ্য সরকার।

১৯৯১ সালে দেশে প্রথমবার চিকিৎসক দিবস ঘোষিত হয়েছিল। চিকিৎসক দিবসের প্রাক্কালে গত রবিবার মন কি বাত রেডিও অনুষ্ঠানে ডাক্তারদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অতিমারী আবহে যেভাবে চিকিৎসকরা নিজেদের প্রাণ বাজি রেখে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লাখো লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছেন, তারই তারিফ করেন মোদি।

চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তাঁদেরকে বিশেষ সম্মান দিতেই রাজ্যে ছুটি ঘোষণা করল। এর আগে পুলিশকর্মীদের সম্মানে পুলিশ দিবস ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার জাতীয় চিকিৎসক দিবস (Doctors’ Day) উপলক্ষে ছুটি ঘোষণা করলেন তিনি।

close