Kode Iklan atau kode lainnya

৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস, বন্ধ থাকবে লোকাল ট্রেন: মুখ্যমন্ত্রী


নিউজ ডেস্ক: ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস। তবে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি বাস, বেসরকারি বাস চলাচলে ছাড় সরকারের। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। তবে আপাতত আপাতত লোকাল ট্রেন ও মেট্রোয় বহাল বিধিনিষেধ। করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার সময় ট্রেন চলাচল নিয়ে কিছু উল্লেখ না করলেও তাঁকে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, 'আমরা কি ট্রেন নিয়ে কিছু উল্লেখ করলাম?' তারপরে নিজেই উত্তরের সুরে জানিয়ে দেন, 'সব একসঙ্গে খুলে দেওয়া সম্ভব নয়। বিধিনিষেধ শক্তভাবে আরোপ করার ফলেই রাজ্যে করোনা নিয়ন্ত্রণে এসেছে। তাই পরিস্থিতি বুঝেই এই সিদ্ধান্ত।'

close