Kode Iklan atau kode lainnya

আপনার তিনতলা বাড়ি কেন? রেলের রাস্তা পরিদর্শনে গিয়ে কড়া প্রশ্নের মুখে জন বার্লা

 

নিউজ ডেস্ক: আপনার তিনতলা বাড়ি কেন? রেলের রাস্তা পরিদর্শনে গিয়ে এভাবেই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লেন জন বার্লা। কিছুদিন আগেই পৃথক উত্তরবঙ্গের দাবি তুলে রাজ্যে শোরগোল তুলেছিলেন। এবার নিজের বাড়ি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। সরাসরি জবাব না দিয়ে পাল্টা সাফাই গাইলেন তিনি। 

রেলের বেহাল রাস্তা পরিদর্শনে যান জন বার্লা। সেখানেই তাকে ঘিরে ধরেন বেশকিছু তৃণমূল কর্মী-সমর্থক। নিজের বাড়ি নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিজেপি সাংসদ। আইএনটিটিইউসি নেতা দেবেশ কুণ্ডু তাকে  প্রশ্ন করেন, ‘আপনার তিনতলা বাড়ি, চামুর্চি রোডে, কীসের জন্য?’ জবাবে বিজেপি সাংসদ বলেন, ‘আমার লোকজন যে হেনস্থা হচ্ছে, ওদের রাখব কোথায়?’ এই কথা বলার পরেই তিনি চলে যান।

এর আগে জন বার্লার এই বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাও। জলপাইগুড়ির চামুর্চি রোডে তিন তলা বাড়ি রয়েছে জন বার্লার। দিন কয়েক আগে এই বাড়িতে দাঁড়িয়েই দলীয় নেতা-কর্মীদের নিয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য দাবি করার যুক্তি শুনিয়েছিলেন এই বিজেপি সাংসদ।

close