Kode Iklan atau kode lainnya

হাওয়ালা চার্জশিটে আমার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই! মমতার অভিযোগ মিথ্যা, বললেন ধনখড়

 

নিউজ ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও হাওয়ালা চার্জশিটে তাঁর নাম নেই! মমতার অভিযোগ ভুল, বললেন রাজ্যপাল।

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপাল এক জন আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত মানুষ। হাওড়ার জৈন হাওয়ালা-কাণ্ডের চার্জশিটেও ওঁর নাম ছিল।’’ মুখ্যমন্ত্রীর মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠকে করে রাজ্যপাল জগদীপ ধনখড় বললেন, ‘‘মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন।’’

রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, ‘‘এখনও জৈন হাওয়ালা-কাণ্ডে কেউ দোষী সাব্যস্ত হননি। হাওয়ালা চার্জশিটে আমার নাম ছিল না। আমার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই। মুখ্যমন্ত্রীর পক্ষে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। মুখ্যমন্ত্রী যা মন্তব্য করেছেন তার কোনও সত্যতা নেই। উত্তেজনা তৈরী করতেই এই ধরনের মন্তব্য করা হয়েছে। হাওয়ালা-কাণ্ডের চার্জশিটে অজিত পাঁজা, যশবন্ত সিনহাদের মত নেতাদের নাম ছিল। পরে তাঁরা অভিযোগ থেকে মুক্ত হন।’’

তাঁর বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, তিনি নিজের কাজ করে যাবেন বলে জানিয়েছেন রাজ্যপাল তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রথম নাগরিক হিসাবে আমি কারও সামনে মাথা নত করব না। ভারতের সংবিধানের সামনেই আমার মাথা নত হবে। কোনও বিষয়ে সন্দেহ হলে সরকারের দৃষ্টি আকর্ষণ করা আমার কাজ। সেই কাজ আমি করে যাব।’’

close