Kode Iklan atau kode lainnya

‘মোদী জমানার অবসান অনিবার্য, লোকসভায় ১৫০ আসনও পাবে না বিজেপি’, দাবি রাজ্যের মন্ত্রীর


নিউজ ডেস্ক: উনিশের লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছিল বিজেপি। বাংলা থেকেও ১৮টি আসন জয় করেছিল গেরুয়া শিবির। যদিও চব্বিশের নির্বাচনে তা হবে না বলে দাবি তৃণমূল নেতার।  ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি আর কেন্দ্রের ক্ষমতায় বসতে পারবে না৷ সরকার হবে মানুষের৷ চালিকাশক্তি থাকবে তৃতীয় ফ্রন্টের হাতে৷ এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ বললেন, ‘‘২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি ব্যাপকভাবে পর্যুদস্ত হবে৷ একক সংখ্যা গরিষ্ঠতা তো দূরে থাক, ওরা সাকুল্যে ১৫০টি আসনও পাবে না৷ একথাটা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি৷’’

তিনি আরও বলেন, ‘‘বিজেপি জনবিরোধী নীতি নিয়ে চলে। তার ফলে গ্যাস থেকে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি এবং তাঁর দরুণ সাধারণ মানুষের কি করুণ পরিণতি তৈরি হয়েছে, সেটা আমরা সকলেই উপলব্ধ করছি৷ সাধারণ মানুষ আর জনস্বার্থবিরোধী বিজেপির সরকারকে চাই না৷ তার জ্বলন্ত প্রমাণ, একুশের বঙ্গ ভোট৷ কোটি কোটি টাকা উড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল৷ মানুষ ওদের যে আর চাই না, সেটা এই ফলই প্রমাণ করে দিয়েছে৷ একই ধারা বজায় থাকবে অন্য রাজ্যগুলিতেও৷’’

জ্যোতিপ্রিয়র কথায়, ‘‘মানুষের দাবি মেনেই গড়ে উঠবে তৃতীয় ফ্রন্ট৷ অকংগ্রেস-অবিজেপি সব দলকে একজোট হতেই হবে৷ তা হলেই এই তৃতীয় বিকল্প সফল হবে৷ সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে৷ ২৪ এ মোদী জমানার অবসান অনিবার্য।’’ 

অন্যদিকে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ্যতম প্রধানমন্ত্রী পদপ্রার্থী', দাবি করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।  মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্যতম প্রার্থী হিসেবে দাবি করে জানান, "এই মুহূর্তে বিরোধী দলগুলি একজোট হয়েছে সেটি রাজনীতির বিষয়। আমি বাংলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছি। দেশ ও রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল জয় পেয়েছেন তার পেছনেও রয়েছে কৃষক আন্দোলন। আবার কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই। দেশজুড়ে ওঁর গ্রহণযোগ্যতা রয়েছে। প্রত্যন্ত গ্রামের মানুষ ওঁকে ভালোবাসেন। বড্ড জেদি মহিলা। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়।"

close