Kode Iklan atau kode lainnya

ভোট পুনর্গণনার দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

 

নিউজ ডেস্ক: রাজ্যে ভোট পুনর্গণনার দাবি নিয়ে সর্বপ্রথম আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। নন্দীগ্রামে এবার শেষ মুহূর্তে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। তবে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে পুনর্গণনার দাবিতে তিনি হাইকোর্টে মামলা করেছিলেন। এরপরে তৃণমূলের আরও চার প্রার্থী একই পথে হেঁটে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৫০টি বিধানসভা পুনর্গণনার দাবি করেছিলেন।

এরই মধ্যে পাণ্ডবেশ্বরের পরাজিত বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) পুনর্গণনার দাবি তুলে হাইকোর্টে মামলা করলেন। একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। তবে ভোটে দাঁড়ালেও তিনি হেরে যান। এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

আসানসোলের প্রাক্তন মেয়র একুশের নির্বাচনে পাণ্ডবেশ্বর আসনে মোট ৭০ হাজার ১১৯টি ভোট পান। শতাংশের নিরিখে যা হল ৪২.৬৮%। অন্যদিকে, ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ৪৪.৯৯% ভোট পেয়েছিলেন। নরেন্দ্রনাথবাবুর মোট প্রাপ্ত ভোট ৭৩ হাজার ৯২২। প্রায় চার হাজার ভোটে পরাজিত হন জিতেন্দ্র তিওয়ারি। 

এবার ভোটের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও, নিয়ম অনুযায়ী ফলপ্রকাশের ৪৫ দিনের মধ্যে আদালতে মামলা করতে হয়। কিন্তু জিতেন্দ্র তিওয়ারি সেক্ষেত্রে অনেক দেরী করে ফেলেছেন। এখন দেখার আদালত কি নির্ণয় নিয়ে থাকে। 

close