Kode Iklan atau kode lainnya

‘ভয় কর্মীদের ভয় দেখানো হচ্ছে, ভয় দেখিয়ে তৃণমূল ভোটে জিতেছে’, বিস্ফোরক বাবুল সুপ্রিয়

 

নিউজ ডেস্ক: ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমনই পোস্ট করলেন বাবুল। সেই সঙ্গে অভিযোগ করলেন, গোটা প্রক্রিয়াটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হচ্ছে। 

ফেসবুকে নিজের পেজে বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘ভোট গণনার পর থেকেই তৃণমূল ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে। দেশের সরকার বিজেপি কর্মীদের নিরাপত্তা দিতে পারছে না। সেই কারণেই বাধ্য হয়ে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। আমরা সোয়া দুই কোটি মানুষের ভোট পেয়েছি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরাজিত করেছেন। তবে যাঁরা বিজেপিতে থাকার, তাঁরা বিজেপিতে থাকবেন। আবার লড়াই করবেন এবং জিতবেন। ভয় দেখিয়ে তৃণমূল ভোটে জিতেছে।’

এরপর বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন, মূলত ভোট গণনা কেন্দ্রগুলোতেই বিজেপি হেরেছে। আমাদের নতুন ও অনভিজ্ঞ ছেলেরা অভিজ্ঞতার কাছে হেরেছে। ভোট গণনা শুরুর পর থেকেই তৃণমূলের কর্মীদের উচ্ছ্বাস কাউন্টিং হলের ভিতরে আসতে সময় লাগেনি। তৃণমূলের হুমকিতে বিজেপির অনভিজ্ঞ কাউন্টিং এজেন্টরা পাঁচ থেকে ছয় রাউন্ড গণনার পরেই বাইরে চলে আসে। সেই সময় ছেলেগুলোর পাশে দাঁড়ানোর বাইরে অন্য কোনও কথা কল্পনাও করতে পারিনি। তবে আত্মসমালোচনার মধ্যেই বিজেপি শক্তিশালী হবে আবার লড়াই করে জিতবে। তিনি মনে করেন, বানের জলের মতো যাঁরা বিজেপিতে এসেছিলেন, তাঁরা চলে যাওয়াতে দলের আদতে ভালো হয়েছে।

এদিকে আসানসোল উত্তরের ৩ হাজার বিজেপি নেতা-কর্মী নাম লেখালেন রাজ্যের শাসকদলে। রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিজেপির নেতা-কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। বিজেপির জেলা সম্পাদক মদনমোহন চৌবে সহ বিজেপির অনেক নেতৃস্থানীয় এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। 

close