Kode Iklan atau kode lainnya

মাঝ আকাশ থেকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১ (MiG-21) ভেঙে পড়ল

মিগ ২১


নিউজ ডেস্ক: গভীর রাতে পাঞ্জাবের মোগার কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  বার্তা সংস্থা এএনআই অনুসারে, ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে যে দুর্ঘটনার সময় বিমানটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল।

মাঝ আকাশ থেকেই ভেঙে বিমানটি। অন্যান্য দিনের মতো নিয়ম মেনে ট্রেনিং-এর জন্য ব্যবহার করা হচ্ছিল ওই যুদ্ধ বিমানটি। তখনি ওই অঘটন ঘটে। যদিও হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার কিছুক্ষণ পরই বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, একটি মিগ-২১ যুদ্ধবিমান পাঞ্জাবের জলন্ধরে ভেঙে পড়ে বিমানটি৷ এদিন সকালে পাঞ্জাবের বায়ুসেনার ঘাঁটি থেকে মিগ-২৯ বিমানটির রুটিন পরীক্ষা করছিলেন পাইলট৷ যান্ত্রিক ক্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে৷ মিগ-২১ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণে ছিল। 

close