Kode Iklan atau kode lainnya

DA News: 'হাতে আসবে বাড়তি টাকা', বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিএ নিয়ে নোটিশ প্রকাশ

মহার্ঘ ভাতা, মমতা বন্দ্যোপাধ্যায়
প্রতীকী চিত্র

মহার্ঘ ভাতা, নোটিশ: রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি কর্মীদের জন্য ভোটের মাঝে ডিএ নিয়ে ঘোষণা করেন মমতা। ভোটের মাঝেই নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ সরকারি কর্মীরা জুন মাসে বাড়তি টাকা পাবেন বলে জানান মমতা। সেই হিসাবে অর্ডার দিল নবান্ন। এপ্রিল থেকে ডিএ দেওয়ার নোটিশ হলো।

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে এপ্রিল থেকেই। আগামী মাসে বেতন ও পেনশনে এক মাসের বাড়তি মহার্ঘভাতা পাওয়া যাবে

এর আগে রাজ্য বাজেটের সময় রাজ্যের সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মেদিনীপুরের এগরার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা সরকারি কর্মীদের পাশে থাকি। আমরা বলেছিলাম, বাজেটে বলা আছে, ১ মে থেকে ৪ শতাংশ ডিএ, পে কমিশনের টাকাটা দেওয়া হবে। ১ মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন ১ জুন। অঙ্ক তাই বলে। কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি, আমরা ১ মে থেকে টাকাটা দেব না। ১ মে এর বদলে এটা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।' 

মমতা আরও বলেন, '১ জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএ-র টাকাটা পাওয়ার কথা, তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মীরা খুশি তো? এক মাসে তাহলে বাড়তি হল, কত হল? অনেক বাড়বে। সবার মুখে হাসি থাকুক আমি এটুকুই চাই। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব।' 

প্রসঙ্গত উল্লেখ্য, প্রসঙ্গত, বিগত সময়ে ৩ দফায় ডিএ বৃদ্ধি লর পর ১ জুন থেকে ১৪ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

close