Kode Iklan atau kode lainnya

‘আমরাই সরকার গড়ব’, জামিন পাওয়ার পর বললেন জীবনকৃষ্ণ সাহা, বাংলায় তৃণমূল কতগুলি আসন পাবে তা বলে দিলেন

জীবনকৃষ্ণ সাহা

জীবনকৃষ্ণ সাহার জামিন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মঙ্গলবার জামিন দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।  সিবিআই-এর তল্লাশি অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ৷  শুধু জামিন দেওয়া নয়, সিবিআইয়ের আর্জি খারিজ করে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে নিজের বিধানসভা কেন্দ্র বড়ঞাতে ঢোকার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত৷

এদিন, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জীবনকৃষ্ণকে প্রশ্ন করেন, ‘‘ভোট কেমন হয়েছে? কী মনে হচ্ছে?’’ উত্তরে তৃনমূল বিধায়ক বলেন, ‘‘ভোট ভাল হয়েছে। রাজ্যে ৪২টি আসনই পাবে তৃণমূল। কেন্দ্রে আমরাই সরকার গড়ব। আমাদের সরকার হবে। আমি আজ মুক্তি পেলে কাল থেকেই দলের কাজ শুরু করে দেব।’’

জামিন পেয়ে কেমন লাগছে? এই প্রশ্ন করলে জীবনকৃষ্ণ উত্তর দেন, ‘‘সত্যের জয় হয়েছে। জামিন পেয়ে ভাল লাগছে। একটাই কথা বলব, সব ক্রমশ প্রকাশ্য। ধীরে ধীরে প্রকাশ পাবে সব।’ দেখছেন তো, সব বিজেপির চক্রান্ত। সব তো ধরা পড়ে গিয়েছে। যাঁরা ধর্ষণ ইত্যাদির অভিযোগ করেছিলেন, তাঁরাই তো ক্যামেরার সামনে আবার বলছেন সব মিথ্যা। আগেও বার বার প্রমাণিত হয়েছে, বিজেপি সব ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত। মানুষ তা প্রমাণ করে দিয়েছে।’’ সন্দেশখালির স্টিং ভিডিয়ো প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি তিনি। সে বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘‘সেটা তদন্তসাপেক্ষ ব্যাপার।’’

মঙ্গলবার জামিন মঞ্জুর হলেও এখনও মুক্তি পাননি তিনি। বেশ কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাঁকে যেতে হচ্ছে জীবনকৃষ্ণকে। তার জন্যই বুধবার আলিপুরের আদালতে তাঁকে আনা হয়েছিল। সেখান থেকেই ভোটের ফলাফল ছাড়াও একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন তিনি।

close