Kode Iklan atau kode lainnya

ফের শিক্ষক নিয়োগে ভুল প্রশ্ন! ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে চাকরির কথা বলল আদালত

টেট প্রশ্ন ভুল

প্রশ্ন ভুল: ফের প্রশ্ন ভুলের ঘটনা সামনে এল। উর্দু মাধ্যমেও শিক্ষক নিয়োগে প্রশ্ন ভুল আছে বলে দাবি করা হল। উর্দু মাধ্যম স্কুলের শিক্ষক পদপ্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্ত জানান, উর্দু ভাষার প্রশ্নপত্রে পাঁচটি প্রশ্ন ভুল আছে।

বৃহস্পতিবার উর্দু মাধ্যম স্কুলের মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি নির্দেশ দিয়েছেন, মামলাকারীদের সব নথি যাচাই করতে হবে পর্ষদকে এবং সব ঠিক থাকলে প্রাপ্য নম্বর দিতে হবে। সেই নম্বর পেয়ে যদি মামলাকারীরা পাশ করবেন তাঁদের ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট নিতে হবে। সেখানেও পাশ করলে শিক্ষক পদে চাকরি দিতে হবে। 

প্রসঙ্গত, উর্দু মাধ্যম প্রাথমিক স্কুলে নিয়োগের ক্ষেত্রেও ২০১৪-য় টেট হয়েছিল এবং ২০১৬-য় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

এই নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্ত জানান, উর্দু ভাষার প্রশ্নপত্রে পাঁচটি প্রশ্ন ভুল আছে। এ ছাড়াও, চাইল্ড পেডাগগি বিষয়ে দু’টি প্রশ্ন ভুল আছে। তার মধ্যে একটি ভুল প্রশ্ন এর আগেই কোর্টে চিহ্নিত হয়ে গিয়েছে।

close