Kode Iklan atau kode lainnya

তদন্ত হলে পুরো প্যানেল বাতিল হতে পারত! ২৫০ জনকে শিক্ষক পদে চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। তবে কেবল এসএসসি নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগেও অনেকে অভিযোগ সামনে এসেছে। এবার বাম আমলের নিয়োগ প্রক্রিয়ায় আরও ২৫০ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এর ফলে প্রায় ২৫০ জন চাকরিপ্রার্থী নিয়োগের সুযোগ পাবেন। যোগ্যতার ভিত্তিতে দু’মাসের মধ্যে তাঁদের নিয়োগ করতে হবে।

২০১০ সালে বাম আমলে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। যদিও ক্ষমতায় এসে সেই প্যানেল বাতিল করে তৃণমূল সরকার। এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালে নতুন করে নিয়োগ শুরু হয়। নিয়োগ প্রক্রিয়াও শেষ হয়েছে। মালদহের কয়েক জন প্রার্থী সেই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির অভিযোগ তুলে আদালতে যান। সেই মামলায় শুক্রবার নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত মালদহের যে চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছেন, তাঁদের সকলকে চাকরি দিতে হবে।বিচারপতি মান্থার মন্তব্য, ‘‘এই নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্ত হলে পুরো প্যানেল বাতিল হতে পারত। এত দিন পরে আদালত মনে করছে, কিছু মানুষ চাকরি পাক।’’

প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় সোমবার ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করা হচ্ছে। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। বছরে ১২ শতাংশ হারে সুদ-সহ ওই বেতন ফেরত দিতে হবে।

close