Kode Iklan atau kode lainnya

সরকারি স্কুল শিক্ষকদের বেতন: নতুন বেসিক পে, ডিএ, এইচআরএ সহ শুরুতেই বেতন কাঠামো জেনেনিন এক ক্লিকেই

সরকারি স্কুলে শিক্ষকদের বেতন স্কেল

সরকারি স্কুলে শিক্ষকদের বেতন স্কেল: দীর্ঘদিন পরে রাজ্যের সরকারি স্কুলে ১৫০০ জন শিক্ষক নিয়োগ হবে! পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধম্যে এই শিক্ষক নিয়োগ হবে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, রাজ্যের সরকারি, মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হবে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের (এনসিটিই) সর্বশেষ বিধি মেনে এই নিয়োগ হবে। এনসিটিই নীতি মেনে সরকারি স্কুলেও নবম-দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে  বাধ্যতামূলক করা হয়েছে বিএড।

জানা গেছে, প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে সরকারি স্কুলগুলিতে শূন্যপদ রয়েছে ৩৮। সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সহকারী শিক্ষক/ শিক্ষিকার শূন্যপদ রয়েছে ১৬৫। এ ছাড়া বাংলা মাধ্যমে শূন্যপদ রয়েছে ৯৬৫। সব মিলিয়ে ১৫০০ শূন্যপদে নিয়োগ হবে। আসুন আমরা জেনেনিই রাজ্যের সরকারি স্কুলে যোগ দিতে চাওয়া শিক্ষকদের শুরুতেই স্যালারি -

PSC Post Graduate Teacher Salary (New Pay Commission)

Pay level: 15

New Basic Pay: 42,600/-

HRA: 5112/- (12% of Basic Pay)

DA: 5964/- (14% announced from January 2024)

Medical Allowance: 500/-

New Monthly Gross Salary (Basic Pay + HRA + DA + Medical Allowance): 54,176/- (Without increment)

Deduction

GPF: 2556/-

Tax: 200/-

PSC School Teacher Salary in hand after 6th pay commission is - Rs. 51,420/-

PSC Honours Graduate Teacher Salary (New Pay Commission)

Pay Level: 14

New Basic Pay: 39,900/- 

HRA: 4788/- (12% of Basic Pay)

DA: 5586/- (14% DA announced from January 2024)

Medical Allowance: 500/-

New Monthly Gross Salary ( Basic Pay + HRA + DA+Medical Allowance): 50,774/- (Without increment)

Deduction

GPF: 2394/-

Tax: 200/-

PSC School Teacher Salary (Honours Graduate) in hand after 6th pay commission is - Rs. 48,180/-

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে পুরোনো সরকারি স্কুল আছে ৩৯টি। মডেল স্কুল ৫৫টি। আর ব্যাকওয়ার্ড রিজিয়নস গ্রান্ট ফান্ডের (বিআরজিএফ) আওতায় ৩৮টি স্কুল আছে।

close