Kode Iklan atau kode lainnya

ফের মামলা: শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় ২৭টি প্রশ্ন ভুল! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

মাদ্রাসা সার্ভিস কমিশন টেট মামলা

নিউজ ডেস্ক: এবার ভুল প্রশ্ন ও নিয়ম না মানার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলার মুখে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত টেট পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের মাদ্রাসা-টেট পরীক্ষার্থীদের একটা অংশ। 

রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করতে গত বছর মে মাসে অনলাইনে আবেদনপত্র জমা নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন। চলতি বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখে পরীক্ষা হয়।  অভিযোগ, এনসিটিই-র গাইডলাইনকে উপেক্ষা করে প্রথমবারের জন্য দেশের কোনও টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। 

সিলেবাস বহির্ভূত প্রশ্ন রাখার অভিযোগ, একইসঙ্গে নিয়ম না মানার কথা তুলে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের দাবি, মাদ্রাসা সার্ভিস কমিশনের উভয় পরীক্ষাতেই প্রায় একগাদা প্রশ্ন ছিল সিলেবাস বহির্ভূত। আপার প্রাইমারির ক্ষেত্রে মোট ভুল প্রশ্নের সংখ্যা ২৭ থেকে ২৮টি এবং প্রাইমারির ক্ষেত্রেও সংখ্যাটা কমবেশি একই বলে দাবি পরীক্ষার্থীদের। মাদ্রাসা টেটের দুই বিভাগের প্রশ্নপত্রেই প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা বিভাগের প্রশ্নের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি কমিশনের দেওয়া সিলেবাস।

সিলেবাসে উল্লেখ থাকলেও শিশু মনস্তত্ত্ব থেকে একটিও প্রশ্ন করা হয়নি। এমন কি গল্প এবং কবিতা থেকে পৃথক পৃথক অংশ তুলে বোধপরীক্ষণমূলক প্রশ্নের ক্ষেত্রেও সিলেবাস মানা হয়নি। পরীক্ষার্থীরা অভিযোগ করছেন, টেটে প্রায় ২৭টি প্রশ্ন নেওয়া হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস থেকে। 

এইসব বিষয়কে সামনে রেখে শুক্রবার মাদ্রাসায় চাকরিপ্রার্থীদের একটা অংশ আইনজীবী সামিম আহমেদ ও সব্যসাচী চ্যাটার্জির মাধ্যমে কলকাতা উচ্চআদালতের দ্বারস্থ হন। ওই দিনেই মহামান্য হাইকোর্ট তাদের মামলা দাখিলের আবেদন মঞ্জুর করেন। মামলাকারী জাভেদ আখতার, মাসুদ করিম বা সেখ আরিফরা বলেন, “আমরা পরীক্ষার একদিন গড়াতে না গড়াতেই একাধিক গণ ই-মেল ও ডেপুটেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে আসছি মাদ্রাসা সার্ভিস কমিশনকে। দ্রুত তদন্ত ও সমাধানের কথা বলা হলেও অফিসিয়ালি কোনও পদক্ষেপ ঘোষণা করছে না কমিশন। তাই আমরা মামলার পথে হেঁটেছি।”

close