Breaking News : SSC মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রন্ত মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী SSC মামলা ছাড়লেন বিচারপতি। গ্রুপ ডি, গ্রুপ সি এবং ২০১৬ এসএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আপাতত এই মামলা গুলিকে তালিকার বাইরে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এর আগে SSC সংক্রন্ত মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে এই নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করতে হবে। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি হবে ওই মামলাগুলির। ৪ ডিসেম্বর বিশেষ ডিভিশন বেঞ্চে প্রথম শুনানির সম্ভাবনা রয়েছে।

বিশেষ বেঞ্চ গঠনের পরেই সুপ্রিম কোর্ট নির্দেশ মেনে এসএসসি-র সব মামলা আপাতত ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মামলাগুলিকে শুনানির তালিকার বাইরে পাঠালেন তিনি। প্রধান বিচারপতি ওই মামলাগুলি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।