Kode Iklan atau kode lainnya

MSC: বিএড করেও শিক্ষক নিয়োগে আবেদন করতে পারছেন না হাজার হাজার চাকরি প্রার্থী, বড় অভিযোগ সামনে এল

 মাদ্রাসা সার্ভিস কমিশন

নিউজ ডেস্ক: শিক্ষকপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। রাজ্যজুড়ে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শিক্ষক পদে নিয়োগ হবে ১,৭২৯ জন। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শূন্যপদে শিক্ষক নেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ১২ই জুন পর্যন্ত করা যাবে আবেদন।

মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার বঞ্চনার অভিযোগ তুললেন চাকরি প্রার্থীদের একাংশ। চাকরি প্রার্থীদের অভিযোগ, আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দিলেও নম্বরের ছাড় দেওয়া হয়নি। NCTE-র নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা ৪৫% নম্বর পেলে বিএড করতে পারেন, সেক্ষেত্রে তাঁরা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারেন। যদিও মাদ্রাসা সার্ভিস কমিশনে নম্বরে ছাড় না দেওয়ায় পরীক্ষায় বসতে পারছে না ৪৫ শতাংশের বেশি পাওয়া কিন্তু ৫০ শতাংশের কম পাওয়া চাকরি প্রার্থীরা। বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রশ্ন, যদি সবার ৫০% নম্বর লাগবে তো SC-ST-OBC সংরক্ষিত  প্রার্থীদের ৪৫% নম্বরে বিএড করানো হচ্ছে কেনো? তাঁরা আরও বলছেন সংখ্যালঘু প্রতিষ্ঠান হওয়ায় শূন্যপদ সংরক্ষণ না থাকলে অসুবিধা নেই, কিন্তু হাজার হাজার সংরক্ষিত চাকরি প্রার্থী ৪৫% থেকে ৪৯% নম্বর পেয়ে বিএড, ডিএলএড করে বসে আছে তারা বঞ্চিত হবেন কেন?

মাদ্রাসা সার্ভিস কমিশনের  নিয়োগের নিয়মবিধি পরিবর্তন  হচ্ছে। গেজেট প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। শিক্ষক নিয়োগের জন্য ৯০ নম্বরের লিখিত পরীক্ষা (মেইন পরীক্ষা) নেওয়া হবে। এছাড়া থাকবে ১০ নম্বরের ইন্টারভিউ। মোট ১০০ নম্বরের হিসাবে শিক্ষক নিয়োগ করা হবে। 

এদিকে,  সংশোধনী আনল মাদ্রাসা সার্ভিস কমিশন। এতে সুবিধা হল চাকরি প্রার্থীদের। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা থাকলে কোনও এক চাকরি প্রার্থী একাধিক স্তরে পরীক্ষায় বসতে পারবেন। একজন চাকরি প্রার্থী সর্বোচ্চ তিনটি নিয়োগ স্তরে আবেদন করতে পারবেন। যদিও এর আগে বলা হয়েছিল যেকোনও একটিতে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন সংশোধনীতে বলা হয়েছে একজন চাকরি প্রার্থী (১-৪)  টেট অথবা (৫-৮) টেট অথবা  ২টি টেট পরীক্ষায় দিতে পারবেন। এরই সঙ্গে  ৯-১০ এবং ১১-১২ স্তরে শিক্ষকপদে নিয়োগের ক্ষেত্রে যেকোনও একটিতে আবেদন করা যাবে। অর্থাৎ চাইলে একজন চাকরি প্রার্থী, একটি বা দুটি বা তিনটি স্তরে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। 

close