ব্রেকিং

6/recent/ticker-posts

৩২ হাজার শিক্ষক নিয়ে ডিভিশন বেঞ্চের রায়, মুখ খুললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য

 বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য

নিউজ ডেস্ক: ৩২ হাজার শিক্ষক নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মুখ খুললেন বিশিষ্ট আইনজীবী তথা বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে তেমন কোনও বদল হয়নি বলে মন্তব্য করলেন বিকাশবাবু।

বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল নিয়েবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে খুব বেশি বদল করা হয়নি। ওই ৩২ হাজার শিক্ষক পার্শ্ব শিক্ষকের গ্রেডে বেতন পাবেন বলে বিচারপতি গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কেবল তাতেই স্থগিতাদেশ জারি করেছে বলে জানালেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ীয় ইন্টারভিউ নিয়ে মেধাতালিকা তৈরি করতে হবে বলে জানালেন তিনি।

ডিভিশন বেঞ্চের রায় অনুয়ায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিল তাঁরা পুনরায় ইন্টারভিউ দেবেন। ২০১৪ সালে ১ লক্ষ ২৫ হাজারের মত পরীক্ষার্থী টেট পাশ করেছিলেন। এদের মধ্যে যারা সেই সময় প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন না কিন্তু পরে প্রশিক্ষণপ্রাপ্ত তাঁরা নিয়োগে অংশ গ্রহণ করবেন। ফলে নিয়োগ প্রাপ্ত ৩২ হাজার শিক্ষকদের যে সমস্যা বাড়ল তা বলাই যায়। 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরিহারারা। চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চে শুনানি আগেই শেষ হয়। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দেন।