Kode Iklan atau kode lainnya

DA-র দাবিতে তবে কী এবার টানা ১৪ দিন ধর্মঘট হবে? মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারীদের নেতা

মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে কী এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়তে চলেছে। DA-র দাবিতে এবার টানা ১৪ দিন ধর্মঘট হবে? মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারীদের নেতা।

প্রথমে দুই দিনের কর্মবিরতির সিধান্ত নেওয়া হয়েছিল। তারপর ২৪ ঘণ্টার সার্বিক ধর্মঘটও করেছেন। যদিও কাঙ্খিত জয় এখনও আসেনি। মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত দাবি পুরোপুরি পূরণ না হওয়ায় এবার কি তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা? তা নিয়ে মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য 'ডিজিটাল অসহযোগিতা' কর্মসূচি শুরু হচ্ছে। ছুটির পর বিভিন্ন অনলাইন কাজে রাজ্যকে কোনোভাবেই সাহায্য করা হবে না।  এরই মধ্যে একাংশ দাবি তুলেছেন যে এবার একেবারে ১৪ দিন ধর্মঘটের ডাক দেওয়া হোক। তাহলেই প্রবল চাপে পড়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার। ওই অংশের রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়াতে হলে আন্দোলনের মাত্রা আরও বাড়াতে হবে। 

এখনও ১৪ দিন ধর্মঘট নিয়ে কোনও সিধান্ত নেওয়া হয়নি বলে জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবু বলেন, 'আমরা ভাবনাচিন্তা করছি। সব সংগঠনের সঙ্গে আলোচনা করছি আমরা। বিভিন্ন আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটব নাকি কর্মবিরতির ডাক দেওয়া হবে।'

close