Kode Iklan atau kode lainnya

‘কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে জানতেই হবে’, SSC কাণ্ডে কয়েক হাজার OMR প্রকাশের নির্দেশ দিয়ে বিরাট মন্তব্য বিচারপতির

বিচারপতি বিশ্বজিৎ বসু

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে কড়া অবস্থানে কলকাতা হাইকোর্ট। ‘কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে, জানতেই হবে CBI-কে’, এমনই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি, ফের OMR প্রকাশের নির্দেশ দিলেন তিনি। 

OMR শিট কাণ্ডে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সেই উত্তরপত্র প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই গাজিয়াবাদ থেকে যে সব ওএমআর উদ্ধার করেছে সেগুলোই প্রকাশ করার কথা বলা হয়েছে।

CBI-কে নির্দেশ দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘যাঁরা বিতর্কিত নিয়োগ পেয়েছেন, সিবিআই (CBI) তাঁদের ধরে সোজা জিজ্ঞেস করুক, কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। এটা কি ইয়ার্কি হচ্ছে! কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে এটা জানতেই হবে সিবিআইকে।”

মঙ্গলবার বিচারপতি নির্দেশ দিয়েছেন, ‘৪ হাজার ৪৮৭ জন চতুর্থ শ্রেণির কর্মী ও ওয়েটিং লিষ্টে থাকা প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করতে হবে।’ আগামী ৩১ জানুয়ারির মধ্যে সেই উত্তরপত্র প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছিল। ওএমআর-এর তথ্য বিকৃত করার কথা আদালতে আগেই জানিয়েছিল সিবিআই। সেই সব প্রার্থীর নাম, ঠিকানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু।

close